The pride of Bangladesh is late Deputy Speker Fazle Rabbi Mia

 Condolece:












Description :

                     Honorable Member of Parliament of Gaibandha-5 Constituency and Deputy Speaker of Jatiya Sangsad

On the death of brave freedom fighter Fazle Rabbi Mia We are deeply saddened —————————————— Hero freedom fighter Fazle Rabbi Mia Brief Biography: Fazle Rabbi Mia was born in 1946 in Gaibandha. He was the Member of Parliament for Gaibandha-5 Constituency and the Deputy Speaker of the National Parliament. During his education, Fazle Rabbi Mia was admitted to Gaibandha College in 1961. Later he obtained BA and LLB degrees. In 1968, he obtained the Bangladesh Bar Council certificate. Then in 1988 he became a member of the Supreme Court Bar Association. A lawyer by profession, Fazle Rabbi Mia was actively involved in politics. Fazle Rabbi Mia entered politics in 1958. He was studying in eighth grade then. Ayub Khan introduced martial law in Pakistan in 1958. At that time, Fazle Rabbi's uncle was the president of Awami League. Through his uncle, he got involved in the anti-martial law movement. This is how he got involved with Bangladesh Awami League politics. In 1962-63 he protested against the report of the Education Commission. Then, when the liberation war started in 1971, Fazle Rabbi Mia joined the liberation war. He fought in Sector 11. Besides, for the independence of Bangladesh



Bengali translation :



গাইবান্ধা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া'র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ৷ ——————————————— বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া'র সংক্ষিপ্ত জীবনী : ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালে গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। তিনি গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। শিক্ষাজীবনে ফজলে রাব্বী মিয়া ১৯৬১ সালে গাইবান্ধা কলেজে ভর্তি হন। পরবর্তীতে তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিল সনদ লাভ করেন। এরপর ১৯৮৮ সালে তিনি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য হন। পেশায় আইনজীবী ফজলে রাব্বী মিয়া রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৫৮ সালে রাজনীতিতে আসেন ফজলে রাব্বী মিয়া। তখন তিনি অষ্টম শ্রেণিতে পড়তেন। ১৯৫৮ সালে আইয়ুব খান পাকিস্তানে মার্শাল ল’ চালু করেছিলেন। সে সময় ফজলে রাব্বীর চাচা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। চাচার মাধ্যমে তিনি মার্শাল ল' বিরোধী আন্দোলনে জড়িয়ে পরেন। এভাবেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৬২-৬৩ সালে শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ফজলে রাব্বী মিয়া মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে তিনি কাজ করেছেন। ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরাজিত হন। পরে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। দশম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন ।

Comments

Popular Posts